India Languages, asked by anayasau, 3 months ago

"কি লজ্জা ! দুঃখের কথা হায় কব/কারে?"- কে ,কেনো একথা বলেছেন ? বক্তার মনোভাব আলোচনা করো।​

Answers

Answered by Anonymous
3

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য নীলধ্বজের প্রতি জনা থেকে নেওয়া হয়েছে।
  • উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন মাহেশ্বরীর রাজমাতা জনা।
  • পান্ডবদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে মাহেশ্বর পুরীর রাজকুমার প্রবীর থামিয়ে দিয়েছিলো। এর ফলে মধ্য পান্ডব অর্জুন প্রবীরকে হত্যা করেন। এমনাবস্থায়, পুত্রের হত্যাকারী অর্জুনকে যুদ্ধে আহ্বান না করে রাজা নীলধ্বজ নিজের রাজ্যের কল্যাণের কথা মাথায় রেখে অর্জুনের সাথে মিত্রতা করেন।
  • রাজা নীলধ্বজের এমন কাপুরুষত্ব, পুত্রবিয়োগের দুঃখে কাতর জনার কাছে, ক্ষত্রিয় সমাজের রীতিনীতির নিরিখে অত্যন্ত লজ্জাজনক মনে হয় এবং তিনি নীলধ্বজকে সেই জন্য ধিক্কার জানান।
  • উপরিউক্ত মনোভাব নিয়েই বক্তা উদ্ধৃত উক্তিটি করেছিলেন।
Similar questions