India Languages, asked by sarkarc609, 2 months ago

৬. এ সব আমার-ই হবে; আমাকেই দেবেন বিধাতা’ – ভাবনাটি কার? বিধাতা তাকে কী কী দেবেন বলে সে মনে করে?​

Answers

Answered by ankitaanindita156
20

Answer:

উত্তর :-

তারাপদ রায়ের লেখা 'একটি চড়ুই পাখি' কবিতায় ভাবনাটি এক | চড়ুই পাখির। চড়ুই পাখি কিভাবে ঘরে থাকা মানুষটি অর্থাৎ কথক চলে গেলে এই ঘর তার হয়ে যাবে।ঘরের জানলা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই বিধাতা তাকে অর্থাৎ চড়ুই পাখি কে দিয়ে দেবেন।

Similar questions