৩. তুত্রের জলীয় দ্রবণে একটা লােহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কী পরিবর্তন দেখবে? এ
বিক্রিয়ার সমীকরণ দাও।
Answers
Answered by
6
Explanation:
ধাতুর সক্রিয়তা সারিতে কপার এর অবস্থান Fe এর অনেক নীচে থাকায় তুতের জলীয় দ্রবণে এক টুকরো লোহার পেরেক ডোবালে পেরেকের গায়ে কপার অধক্ষিপ্ত হয়ে কপারের আস্তরণ পরে ও আয়রন জারিত হয়ে ফেরাস সালফেট উৎপন্ন করে। ফলে পেরেক টা লাল বর্ণের হয়।
CuSo4+Fe =FeSo4+Cu
Similar questions