World Languages, asked by Debkiran1975, 2 months ago

টিনের বাক্সে অপু কি কি রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রের কোনদিকে ফুটে ওঠে!​

Answers

Answered by Anonymous
11

টিনের বাক্সে অপু কী কী রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্র কোনদিকে ফুটে উঠে?

অপুর টিনের বাক্সের মধ্যে ছিল একটা রং ওঠা কাঠের ঘোড়া, চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি,গোটাকতক কড়ি, একটা দু পয়সা দামের টিনের পিস্তল, গুটিকয়েক শুকনো নাটা ফল, আর খানকতক খাপরার কুচি।

এর থেকে বোঝা যায় তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। সে খুব সামান্য জিনিস খেলার জন্য পেত এবং সে খেলার জিনিসগুলো কে  সে সযত্নে গুছিয়ে রাখতো ।

Similar questions