Hindi, asked by shivpratapshiv48638, 2 months ago

উৎ। শীতে কাজল কামাই জয় (ম) বিকা​

Answers

Answered by pandanibedita282
2

Answer:

sorry I didn't understand your language

Answered by deveshkumar9563
0

Explanation:

শীতে জেলায় মেলা–উৎসবের ছড়াছড়ি, উদ্যোগী খোদ মমতা

08 Nov 2020Tanmay Chatterjee , সম্পাদনা করেছেন Apromeya Datta Gupta

শীতকাল যেন উৎসবমুখর হয়ে ওঠে বাংলায়। কোভিড নিষেধাজ্ঞায় শারদীয়া ও দীপাবলি ম্লান হওয়ার পরে বিকল্প চিন্তা রাজ্য সরকারের। 

Topics

Mamata BanerjeeFairFestval

কলকাতা হাইকোর্টের রায়ে দুর্গাপুজো হয়েছিল দর্শকশূন্য মণ্ডপে। কালীপুজোতেও বাজি নিষিদ্ধ করে কড়াকড়ি জারি করা হয়েছে। এবার তাই প্রতি বছর শীতে যে সব মেলা এবং উৎসব পালিত হয়, তাতে জোর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিভিন্ন দফতরকে, জেলায় জেলায় মেলার ব্যবস্থা করতে হবে। তাতে শিল্পীদের যেমন আর্থিক সহায়তা হবে, তেমনি রাজ্যের প্রকল্পগুলিও তুলে ধরা সম্ভব হবে। সামনে বিধানসভা নির্বাচন। সেখানেও এগুলি প্রচারের আলোয় নিয়ে আসা হবে।

এই বিষয়ে নবান্নের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রী সম্প্রতি যে প্রশাসনিক বৈঠক করেছেন তাতে মেলাকে জেলার ব্লকে ব্লকে আয়োজন করতে বলেছেন। এখন এই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে। যাতে শীতের মরশুমে মেলাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া যায় ডিসেম্বর–জানুয়ারি মাসে। সুতরাং এই বছর মেলা যে বিশেষ গুরুত্ব পেতে চলেছে তা বোঝাই যাচ্ছে।

জানা গিয়েছে, নভেম্বর মাস থেকেই একাধিক মেলা ও উৎসবের আয়োজন করা হবে কলকাতায়। এমনকী জেলাতেও মানুষকে আকৃষ্ট করার জন্য নানা ব্যবস্থা করা হচ্ছে। তাতে মেলার তৈরি শিল্পীদের উপকার হবে। ব্যবসায়ীরা জিনিসপত্র বিক্রি করতে পারলে একটা বড় রকমের বাণিজ্যের পরিবেশ তৈরি হবে। করোনার জেরে লকডাউন চলায় মানুষের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। তাই এই বিকল্প রাস্তা তৈরি করে মানুষের হাতে রোজগারের ব্যবস্থা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Similar questions