৩, চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব' বললে কেন ভুল বলা হবে?
Answers
Answered by
33
Answer:
চুয়াড় বিদ্রোহকে 'চুয়াড় বিপ্লব' বললে ভুল হবে কেন? ... আর কোনো দেশের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, খেএে আমুল পরিবর্তন কে বলা হয় বিপ্লব। চুুয়াড় বিদ্রোহ মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় হয়েছিল, তাই একে বিদ্রোহ বলা হবে। বিপ্লব বললে ভুল হবে।
Answered by
1
Answer:
কোনো দেশের কোনো স্থানের কিছু সমস্যা বা দাবী দাওয়া আদায়ের জন্য যে আন্দোলন হয় তাকে বিদ্রোহ বলা হয়। আর কোনো দেশের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ক্ষেত্রে আমুল পরিবর্তন কে বলা হয় বিপ্লব। চুুয়াড় বিদ্রোহ মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় হয়েছিল, তাই একে বিদ্রোহ বলা হবে। বিপ্লব বললে ভুল হবে।
Similar questions