হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য কী?
Answers
Answer:
এই সভ্যতার প্রধান বৈশিষ্ঠ ছিল উন্নত মানের নগর পরিকল্পনা ও গৃহনির্মাণশৈলী । নগরগুলির মধ্যে হরপ্পা ও মহেন-জো-দরো উল্লেখযোগ্য । ... নগরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল- দূর্গ ও সাধারণ মানুষের জন্য নীচের শহরাঞ্চল । দূর্গগুলি ইটের তৈরি, উঁচু চাতালের উপর অবস্থিত এবং মূল শহর থেকে বিচ্ছিন্ন ছিল ।
Answer:
নগরের পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর দক্ষিণে সমান্তরাল কয়েকটি পাকা রাস্তা ছিল । হরপ্পা ও মহেঞ্জোদাড়োর রাস্তাগুলি ৯ ফুট থেকে ৩৪ ফুট চওড়া ছিল । রাস্তার দুই পাশে সারি সারি পড়া ইটের তৈরি একতলা, দোতলা এমনকি তিনতলা বাড়ি ছিল । রাস্তার ধারে ডাস্টবিন ছিল । বড়ো রাস্তার ধারে ঢাকা নর্দমা ছিল । ছোট বড় সব বাড়িতে কুয়ো ও স্নানাগার ছিল ।
সামাজিক জীবন :-
হরপ্পা সভ্যতার প্রাপ্ত নিদর্শনগুলি দেখে এই সভ্যতার সমাজ ব্যবস্থা সম্বন্ধে পন্ডিতরা অনুমান করেন যে, হরপ্পা সভ্যতায় শ্ৰেণীবিভক্ত সমাজ ছিল । শহরের দ্বিতল গৃহগুলিতে ধনী ও মধ্যবিত্ত শ্রেণী বাস করত, ছোটো ছোটো খুপরি ঘর গুলিতে শ্রমিক ও দরিদ্ররা বাস করত । এছাড়া কৃষক শ্রেণী ছিল । দুর্গে শাসক শ্রেণী থাকত । শস্যাগারের নিকট শ্রমিকরা বাস করত ।
সিন্ধুবাসী প্রধানত কৃষিজীবী ছিল । সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল গম, যাব, বার্লি, তিল, মটর, রাই, দুধ, মাছ, মাংস ইত্যাদি । সিন্ধু অধিবাসীরা কৃষিকাজের সাথে সাথে পশুপালন করত । সুতী ও পশমের পোশাক ব্যবহার করত । নারী-পুরুষ উভয়ে অলংকার ব্যবহার করত ।
মাটি, তমা, ব্রোঞ্জ, পাথরের তৈরি বাসনপত্র ও গৃহস্থালির সরঞ্জাম ব্যবহার করত ।
অথনৈতিক জীবন :-
হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনে বহু জীবিকার সন্ধান পাওয়া যায় । কৃষিকাজে বেশি লোক যুক্ত ছিল । এছাড়া হরপ্পা বাসীরা পশুপালন, শিল্প ও কারিগরি এবং ব্যবসা বাণিজ্য প্রভৃতি অর্থনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল ।
সিন্ধু অঞ্চলে পলিমাটি যুক্ত উর্বর জমিতে গম, বার্লি, রাই, মটর, তুলোর উৎপাদন হত । মাটির কলসি, গৃহস্থালির দ্রব্য, মূর্তি, খেলনা তৈরি করত । এই যুগের তৈরি তমা ও ব্রোঞ্জের অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি প্রভৃতি আবিষ্কৃত হয় ।
এই যুগে স্থল পথে ও জল পথে সিন্ধুবাসীরা ব্যবসা বাণিজ্য করত । যানবাহন হিসেবে উট, দু-চাকা বিশিষ্ট গরুর গাড়ি, নৌকা ব্যবহার করত । ব্যবসা বাণিজ্যের জন্য সম্ভবত সিলমোহর ব্যবহার করত ।
সিন্ধু সভ্যতায় পোড়া মাটি, তমা ও ব্রোঞ্জের প্রচুর সিলমোহর পাওয়া গিয়েছে । সিন্ধু সভ্যতায় যে সব লিপি পাওয়া গিয়েছে তা আজ পর্যন্ত পাঠোদ্ধার সম্ভব হয়নি ।
ধর্মীয় জীবন :-
হরপ্পা সভ্যতায় কোন দেবালয় আবিষ্কৃত হয় নি । শক্তি রূপে মাতৃদেবীর পূজা হত । পশু পরিবৃত দুটি শিং ও ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগিমূর্তি আবিষ্কৃত হয়েছে । সিন্ধুবাসীরা গাছ, আগুন, জল, জীবজন্তু ও সূর্যের উপাসনা করত । বৃক্ষের মধ্যে পিপল বৃক্ষকে এরা পবিত্র জ্ঞান করত । বৃষ্ ছিল এদের শ্রদ্ধার বস্তু । পুরোহিত শ্রেণী ছিল কিনা সঠিক জানা যায় না