Physics, asked by papaysarkar2938, 6 hours ago

সৌরজগৎ এর সঙ্গে পরমাণু মডেলের একটি প্রধান মিল লেখ?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য (Similarities of atomic structure and solar system)

● সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে ।

পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে ।

●সৌরজগতে পরমাণুর মতোই বেশির ভাগ স্থানই ফাঁকা ।

পরমাণুতে সৌরজগতের মতোই বেশির ভাগ স্থানই ফাঁকা ।

●সৌরজগতে যে-কোনো গ্রহের ভরের তুলনায় সূর্যের ভর অনেকগুণ বেশি ।

পরমাণুতে ইলেকট্রনের ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর বহুগুণ বেশি ।

●সৌরজগতে গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার, সূর্য থাকে ওই উপবৃত্তের ফোকাসে ।

পরমাণুতে ইলেকট্রনগুলির কক্ষপথ উপবৃত্তাকার (বিশেষ ক্ষেত্রে বৃত্তাকার), নিউক্লিয়াস থাকে উপবৃত্তের ফোকাসে (বা বৃত্তের কেন্দ্রে)।

●সৌরজগতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করার সময় গ্রহগুলি নিজ নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে ।

পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিন করার সময় ইলেকট্রনগুলিও নিজ নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে ।

Similar questions