১. নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলােচনা করাে।
Answers
Answered by
5
সভ্যতার সূচনা লগ্ন থেকে বেশ কিছু ব্যতিক্রমী নারী ছাড়া যুগ যুগ ধরে পুরুষতন্ত্রের বঞ্চনা, অবহেলা ও অন্যায় অবিচারের বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকেই নারী ইতিহাসের সূচনা হয়। উনিশ শতকে একদল ঐতিহাসিক উপলব্ধি করেন যে ইতিহাসে নারীদের যথার্থ মূল্যায়ন হয়নি, তখন থেকেই শুরু হয় নারী ইতিহাস চর্চা।
মানব সমাজের ভিত্তি অর্ধেক নর, অর্ধেক নারী। এই চিন্তা থেকেই মানব ইতিহাসকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে ১৯৭০ এর দশক থেকে ইতিহাসে পুরুষদের কার্যকলাপের পাশাপাশি নারীদের ও কার্যকলাপ প্রথম সারিতে উঠে এসেছে। ইতিহাস চর্চায় সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দেশ শাসন ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণের মূল্যায়ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই বলা চলে ইতিহাস তাহলে শুধু 'His-story' নয়, 'Her-story' ও বটে।
PLEASE MARK BRANLIEST AND LIKE THE ANSWER
Similar questions