Geography, asked by BishalBarai, 5 hours ago

কোন জায়গায় ভূমিকম্প শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় বুঝিয়ে লেখ

Answers

Answered by dassayantani100
3

I think this answer is correct

Attachments:
Answered by Anonymous
1

কোন জায়গায় ভূমিকম্প শুরু হলে নিম্নলিখিত ব্যবস্থা গুলি নেওয়া দরকার -

  • ভূমিকম্প শুরু হলে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা টেবিল কিংবা অন্যান্য কোনো শক্ত আসবাবের নীচে আশ্রয় নিই।
  • পড়ে যাওয়ার আশঙ্কা আছে এমন কোন আসবাবের থেকে আমাদের দূরে থাকাই শ্রেয়। যেমন - বুক শেল্ফ, আলমারি ইত্যাদি।
  • ভূমিকম্প চলাকালীন আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা কোনো রকমের লিফট কিংবা বহুতলের ঝুলবারান্দা ব্যবহার করা থেকে বিরত থাকি।
  • যদি আমরা এমন কোন অবস্থায় পড়তে হয় যে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তাহলে বেরোনোর আগে অবশ্যই আমাদের জরুরী জিনিসপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নেওয়া উচিৎ।
  • সর্বোপরি আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভয় পেলে চলবে না। শারীরিক চোট-আঘাত, বিশেষ করে মাথার ওপর আঘাতকে আমাদের এড়িয়ে চলতে হবে।
Similar questions