India Languages, asked by khalidahmad4501, 2 months ago

কার কাছে খোকন তার ড্রই্্ খাতাগুলো নিয়ে এসেছে? তার গর্ববোধ করার কারণ কি

Answers

Answered by sandhyadas80508050
0

Answer:

আলোচ্য অংশটি বনফুল রচিত 'খোকনের প্রথম ছবি' থেকে গৃহীত।

খোকনের বাবার বন্ধু ছিলেন এক বিখ্যাত চিত্রকর, খোকন তার কাছেই ড্রইং খাতাগুলি নিয়ে এসেছে।

খোকন আগে যে সমস্ত ছবি এঁকেছে তা সবই তার মাষ্টারমশাই দেখে প্রশংসা করেছেন এবং বলেছেন সে বড়ো হয়ে মস্তবড়ো শিল্পী হবে। তাই খোকন স্বগর্বে তার আঁকাগুলি তার বাবার শিল্পী বন্ধুর কাছে নিয়ে যায়।

Explanation:

(Hope It Helps You)

Mark Me As A Brainliest

Similar questions