CBSE BOARD XII, asked by gkmand3790, 16 days ago

তির্যক বিভক্তি কাকে বলা হয়?

Answers

Answered by ItsLisa15097
30

Explanation:

বিভক্তি :-

☞ যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে এবং বাক্যের মধ্যে পদগুলির ভূমিকা, পারস্পরিক সম্পর্ক ও বৈশিষ্ট্যকে স্পষ্ট করে, তাকে বিভক্তি বলে।

তির্যক বিভক্তি :-

➜ যে বিভক্তি একাধিক কারকে অথবা সব কারকে ব‍্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলে।

তির্যক বিভক্তির উদাহরণ :-

যেমন-সাদা মেঘে বৃষ্টি হয় না। এখানে মেঘে এ বিভক্তি।

Similar questions