অ্যামােনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামােনিয়ার সংকেত লেখাে ও নাইট্রোজেনের যােজ্যতা কত তা নির্ণয় করাে।
Answers
Answer:
Explanation:
একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক ও যে মৌলের পরমাণু যতটি করে থাকে সে সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেত কে বলা হয় আণবিক সংকেত।
একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তাকে প্রতীক অ বন্ধনের সাহায্যে প্রকাশ করাকে বলে গাঠনিক সংকেত।
আমার মনে হয় আপনি প্রশ্ন করতে চেয়েছেন আণবিক সংকেত হতে স্থুল সংকেত কিভাবে নির্ণয় করতে হয়।
কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলসমুহের পরিমাণগুলোর সংখ্যা কি ক্ষুদ্রতম পূর্ণসংংখ্যার অণুপাতে আছে তার সংক্ষিপ্ত প্রকাশকে স্থূল সংকেত বলে।
আণবিক সংকেত =(স্থূল সংকেত)×n
যেখানে n=যৌগের আণবিক ভর/স্থূল সংকেতের ভর
যৌগের গাঠনিক সংকেত লিখার জন্য আপনাকে জানতে হবে ওই যৌগে মৌগুলো কিভাবে অন্য মৌলের সাথে যুক্ত আছে, মৌলগুলোর যোজনী,কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যকার বন্ধন কোণের মান।
আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন, ধন্যবাদ।
165 বার দেখা হয়েছে · Tamim Icbal উত্তরের জন্য অনুরোধ করেছেন