Science, asked by ariyanritu491, 27 days ago

কিভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করেছে​

Answers

Answered by uttamsaha1177us
0

Answer:

ভূভাগের নিমজ্জন – জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যার ফল স্বরূপ গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার প্রচুর পরিমানে বরফ গলে গিয়ে সমুদ্র জলের উচ্চতার বৃদ্ধি ঘটাচ্ছে। যার ফলে সুন্দরবনের নিচু দ্বীপ গুলি সমুদ্র তলদেশে নিমজ্জিত হয়ে পড়ছে।

Answered by DEBOBROTABHATTACHARY
2

সুন্দরবন অঞ্চলটি ঘূর্নিঝর-প্রবন, মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা খুবই কম হওয়ায় জলবায়ুর সামান্য তম পরিবর্তন সুন্দরবনের জীব প্রজাতি, বাস্তুতন্ত্র ও মানুষের উপর গভীর প্রভাব ফেলে। যেমন -

ভূভাগের নিমজ্জন – জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যার ফল স্বরূপ গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার প্রচুর পরিমানে বরফ গলে গিয়ে সমুদ্র জলের উচ্চতার বৃদ্ধি ঘটাচ্ছে। যার ফলে সুন্দরবনের নিচু দ্বীপ গুলি সমুদ্র তলদেশে নিমজ্জিত হয়ে পড়ছে। যা ফলে সুন্দরবনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে।

জীব প্রজাতির বিলুপ্তি – সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবন ক্রমশ নিমজ্জিত হচ্ছে বলে বিভিন্ন উদ্ভিদ ও প্রানিরা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে, পরিবর্তিত জলবায়ুর সাথে অনেক জীব প্রজাতি মানিয়ে নিতে না চিরতরে হারিয়ে যাচ্ছে এবং সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে সুন্দরবনের বহু জলজ প্রানী আজ ক্রমশ বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। অর্থাৎ সুন্দরবনের জীবপ্রজাতির বৈচিত্র্যে হ্রাসে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।

মাছের প্রজনন ক্ষমতার পরিবর্তন – জলবায়ুর পরিবর্তনের ফলে সুন্দরবন অঞ্চলের সামুদ্রিক খাঁড়ি গুলি লবনতা ও উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মৎস্য প্রজাতি এই পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না। তাই মৎস্য প্রজাতি গুলির প্রজনন ক্ষমতা কমে গিয়ে মাছের উৎপাদন কমে যাচ্ছে।

বন্যার প্রবনতা বৃদ্ধি – হিমবাহের গলনের ফলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ঝড় কিংবা জোয়ারের সময় অতি সহজেই সমুদ্রের জল সুন্দরবন অঞ্চলে প্রবেশ করে সেখানকার বিস্তৃর্ন অঞ্চল কে প্লাবিত করে মনুষ্য জীবন যাত্রাকে ব্যাহত করে দেয়। কৃষি জমি গুলিকে লবনাক্ত করে তুলে।

ঘূর্নিঝরের সংখ্যা বৃদ্ধি - সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং এই অঞ্চল টি পৃথিবীর অন্যতম প্রধান ঘূর্নিঝর প্রবন এলাকা। জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের জল অতি সহজেই উত্তপ্ত হয়ে ঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করছে বলে, এই অঞ্চলে ঘূর্নিঝর সৃষ্টির প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। এই ঝড় গুলির প্রবল আঘাতে সুন্দরবনের প্রচুর গাছপালা ভেঙে পড়ছে, বহু প্রানী মারা যাচ্ছে, জলোচ্ছ্বাসের ফলে বহু এলাকা প্লাবিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সুন্দরবন অঞ্চলে বসবাসকারী বহু মানুষের প্রানহানি ঘটছে ও প্রচুর অর্থনৈতিক ক্ষয় ক্ষতির প্রবনতা বাড়ছে।

Similar questions