Chemistry, asked by ashikroy485, 2 months ago

রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো?​

Answers

Answered by prantika7
10

mlpokijnbhuygvxdrtfczseqaw

Answered by Anonymous
24

রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি হল নিম্নরূপ -

  • ধনাত্মক তড়িৎ আধান যুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে ঋণাত্মক তড়িৎ আধান যুক্ত ইলেকট্রনগুলি অনবরত পরিভ্রমণ করে।অবিরাম ঘূর্ণনের ফলে শক্তি বিকিরিত হয়।ফলে ইলেকট্রনের শক্তি ক্ষয় হতে থাকবে এবং একসময়ে নিউক্লিয়াসের ওপর দ্রুতগতিতে এসে আপতিত হবে।তাহলে পরমাণুর আর স্থায়ী গঠন থাকে না।কিন্তু বাস্তবে পরমাণু স্থায়ী।সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে অক্ষম।
  • ইলেকট্রন গুলির অবিরাম আবর্তনের ফলে অনবরত শক্তি বিকিরিত হয়।এই বিকিরণের জন্য পরমাণু নিরবচ্ছিন্ন বর্ণালী হবার কথা কিন্তু বাস্তবে রেখা বর্ণালী গঠন করে।
  • এছাড়াও, রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে কোন ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ এটি অসম্পূর্ণ।
Similar questions