হাইড্রোজেন কে দুষ্ট মৌল বলা হয় কেনো
Answers
Answered by
9
Answer:
হাইড্রোজেনকে তার ধর্ম ও পারমাণবিক ভর অনুযায়ী এবং বিভিন্ন সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুযায়ী মেন্ডেলিফের পর্যায় সারণির এক নম্বর শ্রেণীতে থাকা ক্ষার ধাতু এবং 17 নম্বর শ্রেণীতে থাকা হ্যালোজেন মৌল গুলির মতন বৈশিষ্ট্য থাকার কারণে তাকে অর্থাৎ হাইড্রোজেনকে দুই শ্রেণীতে অবস্থান দেওয়া যায়। তাই মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছেন।
Answered by
2
Answer:
হাইড্রোজেনের 1s কক্ষপথে একটি ইলেকট্রন থাকায় হাইডোজেন পর্যায় সারনিতে একটি স্থান পায় তাই একে দুষ্ট মৌল বলে।
Explanation:
মেন্ডেলিফ এরূপ আখ্যা দেন।
Similar questions