৪. অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা কর।
Answers
Answer:
১)ভৌম জলতল হ্রাস-অত্যধিক হারে ভৌমজল উত্তোলনের ফলে ভূগর্ভের ভৌম জলতল অনেক নিচে নেমে যায়। ফলে নিয়মিতভাবে কূপ ও নলকূপের সাহায্যে ভৌমজল আহরণ বাধাপ্রাপ্ত হয়।
২)ভূ-পৃষ্ঠীয় জলের পরিমাণ হ্রাস-অত্যধিক হারে ভৌমজল উত্তোলনের ফলে ভূ-পৃষ্ঠীয় নদনদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ের জল চুইয়ে ভূ-অভ্যন্তরে চলে যায়। ফলে ভূ-পৃষ্ঠীয় জলের পরিমাণ হ্রাস পায়।
৩)ভূমিধস সৃষ্টি-অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে ভূ-অভ্যন্তরের বিস্তৃত অঞ্চল জুড়ে ভৌম গহবর সৃষ্টি হয়।এর ফলে শিলাস্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ভূমিধস সৃষ্টি হয়। Future Point
৪)ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি-অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে ভূ-অভ্যন্তরের বিস্তৃত অঞ্চল জুড়ে যে ভৌম গহবর সৃষ্টি হয়, তা শিলাস্তরের ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পায়।
৫)মৃত্তিকার লবনতা বৃদ্ধি-অত্যধিক হারে ভৌমজল উত্তোলনের দ্বারা জমিতে জলসেচ করা হলে ওই ভৌম জলের মাধ্যমে উঠে আসা ভূ-অভ্যন্তরস্থ লবণ কৃষি জমিতে সঞ্চিত হয়। ফলে কৃষি জমির মৃত্তিকার লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি অনুর্বর হয়ে পড়ে। Future Point
৬)আর্সেনিক দূষণ-অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে ভূগর্ভে যে শূন্যস্থান সৃষ্টি হয়,তা বায়ু দ্বারা পূর্ণ হয়ে যায়। এরপর ভূ-অভ্যন্তরস্থ শিলাস্তরের আর্সেনিক যৌগ বায়ুর অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে সহজেই জলে দ্রবীভূত হয়। ফলে জল দূষণ ঘটে।
৭)কূপ ও নলকূপের স্থাপনের ব্যয় বৃদ্ধি-অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে ভৌম জলস্তর অনেক নিচে নেমে যায়।ফলে ভৌমজল উত্তোলনের জন্য কূপ ও নলকূপকে আরো গভীরে প্রোথিত করতে হয়। তাই কূপ ও নলকূপের স্থাপনের ব্যয় বৃদ্ধি পায়
Explanation:
follow
and mark me as Brainliest