India Languages, asked by ranjitkumarmodi7372, 2 months ago

আঁচল পেতে বিশ্বভুবন ঘুমচ্ছে এইখানে
কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।

Answers

Answered by ankitaanindita156
9

Answer:

ভরদুপুরের জেরুপ কবি দেখেছেন তাতে মনে হয়েছে সময়টা যেন ঘুমের দেশে চলে গেছে। অশ্বত্থগাছের দাঁড়িয়ে থাকা, রাখালের উদাসীনতা, নদীর ধারে খড়ের আটি বোঝাই নৌকা বেঁধে লোকজনের ঘুমানো, সব মিলিয়ে ওই ভরদুপুরে সবাই যেনো ঘুমোচ্ছে। আর শুধুমাত্র মানুষজন নয়, সমস্ত পৃথিবী ভরদুপুরে এই বিশ্রামে রত।পরিবেশে ছড়িয়ে রয়েছে নির্জনতা , একটা ক্লান্তিভাব। সেজন্যই দুপুরের এই সামগ্রিক পরিবেশ কবির মনে বিশ্বভুবন ঘুমোনোর ভাবনাকে মনে করিয়েছেন।

Similar questions