স্বাগুলির উত্তর লেখো। অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামাে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারগগুলি তুমি কিভাবে লিখবে?
Answers
Answer:
সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান থেকে মুঘল শাসন কাঠামো সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেব এর শাসনকালে শেষদিকে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতা গুলো স্পষ্ট হয়ে গিয়েছিল উত্তরাধিকারীরা দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেননি।
মুঘল সাম্রাজ্যের বিপর্যয়ের কারণ গুলি নিম্নে আলোচনা করা হলো -
সামরিক ব্যবস্থার অবনতি
মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনি একটা দুর্বলতা ছিল ।মোঘল সাম্রাজ্যের ভিত গড়ে উঠেছিল সামরিক শক্তির উপর নির্ভর করে। বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকের মোগল সম্রাটরা করেননি ।সেনা শিবিরে সেনারা বিলাস বাসনা,আমোদ প্রমদে মত্ত ছিল ফলে সেনাদের কর্মক্ষমতা হ্রাস পায় ।ফলে রাজ্যের ভিতরে বিদ্রোহ আর বাইরের আক্রমণ দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবেলা করতে ব্যর্থ হয় ।
এছাড়াও শিবাজী ও মারাঠাদের আক্রমণ মুঘল সাম্রাজ্য ব্যতি ব্যস্ত করেছিল । অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ (1738-39 খ্রিস্টাব্দ), আহমদ শাহ আদালির আফগানি আক্রমণে (1756-57 খ্রিস্টাব্দ) দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল।
আঞ্চলিক শক্তির উত্থান -
মোগল শাসন ব্যবস্থার সংকটের সুযোগে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যারা আগে মোগল রাষ্ট্রের অধীন কিন্তু স্বশাসিত ছিল। রাজনৈতিক ক্ষমতা বি কেন্দ্রিভুত হয়ে পড়েছিল।তাই মুঘল শাসন কাঠামো দূর্বল হয়ে পড়ে।
কৃষক বিদ্রোহ
জায়গিরদারী ও মানসবদারি সংকট এর প্রভাব পড়ে কৃষি ব্যবস্থার উপর। সাম্রাজ্যের আয়-ব্যয়ের গরমিল বাস্তবে চাপ তৈরি করেছিল। কৃষি ব্যবস্থার উপর সেই চাপ তথা ব্যবসা বৃদ্ধির বিষয়ে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে ।বিলাস ব্যাসনে মত্ত মোগল সম্রাটরা কৃষক বিদ্রোহের কারণ অনুসন্ধান করেনি ফলে সংকট চরম আকার ধারণ করে।
জায়গিরদারী সংকট ও মনসবদারী সংকট
জায়গীরদার ও মনসবদারী ব্যবস্থা বিপর্যস্ত করে মোঘল শাসন ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল। মোগল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারী ব্যবস্থা। মুঘল আমলে অনেক মানসবদার দের জায়গা দেওয়া হত। এই ব্যবস্থাকে জায়গিরদারী ব্যবস্থা বলা হত। জায়গিরদারী এবং মনসবদারী অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল তাছাড়া ভালো জায়গা পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ।দুর্বল সম্রাটরা এক একটি অভিজাত পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করে।
অষ্টাদশ শতকে জায়গিরদারী ও মানব সভ্যতার সংকট, কৃষক বিদ্রোহ, আঞ্চলিক শক্তির উত্থান মোগল সম্রাটের ব্যক্তিগত অপদার্থতা ও আযোগ্যতা সংকট চরমে পৌঁছেছিল।