History, asked by abrchatterjee8826, 1 month ago

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ইতিহাস
ষষ্ট শ্রেণি
মধ্যরি -
১.
ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ।
ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা।
চর প্রশ্নগুলির উত্তর দাও :
আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও (৫০ | ৬০ টি শব্দে)।
ফতু, চাক, তানুন এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে
করাে ? (দুটি বা তিনটি বাক্তে উত্তর দাও।
মনে করাে তুমি প্রাচীনকালে হরা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছে। সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার
একট বানও।
নীচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযােজ্য ছিল? (টিক চিহ্ন
ও)-- ক) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত। খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলাে ।
(গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতাে।
(ঘ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লােহ পাওয়া যেত।
পরিবেশ ও বিস্ক্রন
ষষ্ঠ শ্রেণি
8.​

Answers

Answered by rinkuhansda06
0

Answer:

ভারতীয় উমহাদেশের আদিম মানুষ

Similar questions