History, asked by ritamdas05121994, 2 days ago

‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ করাে।​

Answers

Answered by smistry000
2

Answer:

' ধীবর বৃত্তান্ত ' গল্পে রাজসালকের ভূমিকা।

Attachments:
Answered by Anonymous
0

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে উদ্ধৃত প্রশ্নটি নেওয়া হয়েছে। (এই নাট্যাংশি আসলে অভিজ্ঞাম শকুন্তলম নামক নাটকের অংশবিশেষ।)
  • যখন রাজার আংটি চুরি করার অপরাধে দুই রাজরক্ষী এক ধীবরকে ধরে এনেছিল তখন, রাজশ্যালক ধীবরকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দিয়েছিলেন। এতে করে তার চরিত্রে দায়িত্ববোধের ভূমিকা ধরা দেয়।
  • আবার ধীবরের প্রতি রাজশ্যালক করুণাও দেখিয়েছিলেন এই নাট্যাংশের অন্তভাগে। এতে করে তার করুণাময় চরিত্রটি আরো সুস্পষ্টরূপে ফুটে ওঠে এবং এর ফলে রাজশ্যালক এক গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেন।
  • নগররক্ষার দায়িত্বপালন এবং একইসাথে ধীবরের প্রতি সহমর্মিতা তথা বন্ধুত্ব স্থাপন এইসব মিলিয়ে রাজশ্যালক সত্যই এক প্রশংসনীয় ভূমিকা লাভ করেছিলেন এই নাট্যাংশে।
Similar questions