History, asked by brihaspatibarman1968, 3 months ago

চতুর্দশ লুইয়ের আমিই রাষ্ট্র উক্তিটি পূর্ব রাজবংশের কোন চরিত্র কে প্রকাশ করে?

Answers

Answered by Anweshapaik
6

Answer:

ফ্রান্সে রাজারা নিজেদের ইচ্ছেমত শাসনকাজ চালাতেন।স্বৈরাচারী রাজা চতুর্দশ লুই বলেন "আমিই রাষ্ট্র"। রাজার নিয়ন্ত্রণাধীন শাসন প্রজাদের প্রতি কোন রকম কর্তব্য পালন করেনি। রাজকর্মচারীদের সীমাহীন অত্যাচার, দুর্নীতি ও স্বজনপ্রীতির ফলে শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায়। ফরাসি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইনটেনডেন্ট নামে কর্মচারীগণ। তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের উপর অত্যাচার চালায়। তাদের অর্থ আদায় কারী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে প্রজারা তাদের অর্থলোলুপ নেকড়ে উপাধি দেয়।

Similar questions