India Languages, asked by jains2232, 1 month ago

তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন​

Answers

Answered by Anonymous
2

প্রদত্ত প্রশ্নটির উত্তর হলো নিম্নরুপ -

  • উদ্ধৃত উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত, অদ্ভূত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে।
  • মুর সেনাপতি যখন পথভ্রষ্ট হয়ে, আরব সেনাপতির কাছে আশ্রিত হন, তখন আরব সেনাপতি আশ্চর্য সহনশীলতার পরিচয় দিয়ে মুর সেনাপতির আতিথেয়তা করেন।
  • এমনকি, মুর সেনাপতির পরের দিন ফিরে যাওয়ার জন্য একটি তেজী অশ্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আরব সেনাপতি এবং উদ্ধৃত অংশে এই প্রতিশ্রুতির কথাই উল্লেখ করা আছে।
Similar questions