India Languages, asked by akshaigv7235, 1 month ago

২.২ বন্ধুভাবে উভয় সেনাপতির কথােপকথন হইতে লাগিল’—এই কথােপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে ?২.৩ মহাভারতের কোন চরিত্রটি, কেন অপুর সবচেয়ে ভালাে লাগে?​

Answers

Answered by sandhyadas80508050
5

Answer:

২.২) উ:- পৃথিবীতে আতিথেয়তার বিষয়ে আরব জাতিই সেরা। এমনকি শত্রু হলেও আরবরা তাকে যথাযোগ্য সমাদর ও সম্মান করেন। গল্পে উল্লিখিত কথোপকথনে, আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেলেও। তাদের পূর্বপুরুষ থেকে চলে আসা আতিথেয়তার আদর্শ নীতির দ্বারা মুর সেনাপতি রাত্রিযাপনের উপযুক্ত সেবা পেয়েছিলেন, তাই আরবদের আতিথেয়তা গল্পে উভয় সেনাপতির কথোপকথন গল্পের ঘটনাকে আদর্শরুপে নিয়ন্ত্রণ করেছিল।

২.৩) উ:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ' পথের পাঁচালী ' এক অবিস্মনীয় গ্রন্থ।

আম আঁটির ভেপু পর্বে উল্লেখিত মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগে। কারণ, কর্ণের অসহায়তা, প্রকৃত মাতৃহিনতা, কুরুক্ষেত্রের যুদ্ধে রথের চাকা গেঁথে যাওয়াতে কর্ণ সম্পূর্ণ অসহায় হয় এবং সম্পূর্ণ মহাভারত জুড়ে কর্ণের বীরত্ব ছিল অসাধারণ। অর্জুনের সমপক্ষ হিসেবে কর্ণই একমাত্র যোগ্যতা প্রমাণ করে। এই কারণেই অপুর প্রিয় চরিত্র কর্ণ।

Explanation:

(Hope It Helps You)

Mark Me As A Brainliest

Similar questions