English, asked by pooj2371, 2 months ago

একদিন বৃষ্টিমুখর সকালে তোমার অভিজ্ঞতা সম্পর্কে রচনা লেখ।

Answers

Answered by jhirijhiri26
0

Explanation:

এক বৃষ্টি মুখর সকালে পড়তে বসে উদাসী মন জানলা দিয়ে একছুট্টে পালিয়ে গেলো কালো আকাশের জলবিন্দুদের সাথে বন্ধুত্ব করতে। কে যেনো রাস্তা দিয়ে বয়ে যাওয়া জলের ওপর ভাসিয়ে দিয়েছে অনেক গুলো রঙ্গীন কাগজের নৌকা। ছপ্ ছপ করে হাঁটতে হাঁটতে প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা চলেছে রাস্তা দিয়ে। কারুর মাথায় ছাতা, কেউ পরে আছে বর্ষাতি। একটা লাল রঙের গাড়ি এক গুচ্ছ জল ছিটিয়ে চলে গেলো জলমগ্ন রাস্তার ঠিক মধ্যিখান দিয়ে। আচ্ছা, বর্ষা কালে মাছ দের কি একটু বেশিই আনন্দ হয়? ইলিশ গুলো কি বর্ষার জলে স্নান করে নোনা জল থেকে এতক্ষণে বাজারে পৌঁছে গেছে মাছুয়া দের কাছে? কাছেই কোথাও একটা ডাহুক পাখি ডাকছে। দুটো কাক কাক - ভেজা হয়ে বোকার মত বসে আছে সামনের পেয়ারা গাছের একটা উচুঁ ডালে। ওই যে মেঘ ডাকছে গম্ভীর স্বরে। মেঘের গাম্ভীর্য কে আকাশ পাত্তা দেয় কি? গাছ গুলো বর্ষার জল পেয়ে খুব খুশি আজ। পাশের বাড়ির কাকিমা রোজ গাছে জল দেয়। আজ কাকিমার এই কাজটা বৃষ্টিই করে দিলো। এদিকে আজ বৃষ্টি হচ্ছে বলে মা মুসুর ডালের খিচুড়ি আর ডিম ভাজা করছে। খিচুড়ির গন্ধে আমার পড়া মাথায় উঠলো। যাই, এবার গিয়ে খিচুড়ি টা একটু চেখে আসি গিয়ে। বৃষ্টি চলুক বাইরে, মন আমার ফুরফুরে।

Similar questions