India Languages, asked by shariq3821, 3 months ago

বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন অনুচ্ছেদ রচনা​

Answers

Answered by payalchatterje
2

Answer:

বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন অনুচ্ছেদ রচনা:

দিন দিন দূষণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে , আমাদের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সমস্ত প্রাণী জগৎ রোগের শিকার হচ্ছে। পরিবেশ গঠনে প্রতি বছর ৫ ই জুন বিশ্বব্যাপী কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এ নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্ব পরিবেশ দিবস রচনা।

মানুষ এবং সভ্যতার সেই আদিম লগ্ন থেকে পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ জীবনে বেঁচে থাকার সকল প্রকার উপাদান সংগ্রহ করে তার চারপাশের পরিবেশ থেকেই। আবার সেই মানুষই স্বার্থপরের মত পরিবেশকে শোষণ করে যথেচ্ছভাবে। যে পরিবেশের উপর ভিত্তি করে মানব সভ্যতার এতো উন্নতি ও সমৃদ্ধি, সেই পরিবেশের এমন শোষণ সভ্যতার পক্ষে প্রতিকূল হয়ে দাঁড়ায়।ফলে পরিবেশের নানা ধরনের ব্যাপক অবক্ষয়, বিপর্যয় এবং যার ফলস্বরূপ আসে নানা প্রকার ব্যাধি, বিপর্যস্ত হয় বিশ্ব সমাজ। প্রকৃতির সাথে সম্পর্কের অবক্ষয় মানুষকে ঠেলে দেয় নিশ্চিত ধ্বংসের পথে। তাই পরিবেশ ও মানুষের পারস্পারিক অঙ্গীভূত নিবিড় সম্পর্ককে উদযাপনের উদ্দেশ্যে প্রতিবছরের জুন মাসের ৫ তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। মানুষ ও প্রকৃতির চিরন্তন বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলার ক্ষেত্রে বিশ্ব পরিবেশ দিবস পালনের গুরুত্ব অনস্বীকার্য।

প্রকৃতির এবং মানব সভ্যতা পারস্পারিক বন্ধন চিরন্তন, শাশ্বত, অবিচ্ছেদ্য তথা অনবদ্য। মানুষ নিজের জন্ম লগ্ন থেকেই বেঁচে থাকার সকল প্রকার সকল প্রকার উপাদানের জন্য পরিবেশের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। পরিবেশের ন্যূনতম সাহায্য ছাড়া মানব সভ্যতার অস্তিত্ব কল্পনাও করা যায় না। তাই আদিম যুগে মানুষ নিজের পরিবেশকে ঈশ্বর রুপে শ্রদ্ধা করত।

পরিবেশের ওপর মানুষের যথেচ্ছাচারের অনিবার্য ফল হিসেবে নেমে আসা নানা বিপর্যয়ে প্রতিনিয়ত বিধ্বস্ত হচ্ছে মানব সভ্যতাও। বিপদের এই পর্যায়ে আমাদের মনে রাখা দরকার যে পরিবেশ ও প্রকৃতি মানব সভ্যতার উপর নির্ভরশীল নয় বরং মানব সভ্যতাই সর্বতোভাবে নির্ভরশীল এই বিশ্ব প্রকৃতির উপর। প্রাণী জগতের উপর মানুষের নির্বিচার শোষণে বিপর্যস্ত বাস্তুতন্ত্রে আজ নানাভাবে টান পড়ছে সর্বভুক মানবজাতির খাদ্যভান্ডারেও।বিশ্ব পরিবেশ সুরক্ষা আন্দোলনের ক্ষেত্রে বরাবরের অগ্রগণ্য ছিল পশ্চিম ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি। এদের মধ্যে পরিবেশ রক্ষায় সর্বাপেক্ষা এগিয়ে সুইডেন। বর্তমানে সুইডেনের স্কুলপড়ুয়া গ্রেটা থুনবার্গ আমাদের সকলের পরিচিত।সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাছে সমকালীন প্রকৃতি ও পরিবেশের ব্যাপক দূষণ সম্পর্কে তাদের উদ্বেগের কথা জানিয়ে একটি রিপোর্ট পেশ করে। জাতিপুঞ্জ এই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনার উদ্দেশ্যে সকল সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ৫ই জুন থেকে ১৬ই জুন বিশ্ব পরিবেশ সম্মেলনের আয়োজন করে।

এই সম্মেলনে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিশদে আলোচিত হয়। এটিই ছিল পৃথিবীর প্রথম পরিবেশ সংক্রান্ত কোনো আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের পরের বছরই ১৯৭৩ সাল থেকে জুন মাসের ৫ তারিখকে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে।

পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে একটি দিনকে আলাদা করে পালনের গুরুত্ব অপরিসীম। যে পরিবেশের উপর নির্ভর করে গড়ে উঠেছে আজকের উন্নত মানব সভ্যতা, যে পরিবেশ আমাদের সমাজকে দিয়েছে বর্তমানের সমৃদ্ধি, সেই পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একটি দিন উৎসর্গ করা আমাদের সকলের পবিত্র কর্তব্য।আমাদের চারপাশের প্রকৃতি বা পরিবেশই হলো বর্তমানকালের অহংকারী মানুষের উন্নত সমৃদ্ধ সভ্যতার মূল ধারক। এই ধারক ও বাহকের মূলসত্তাই যখন গোড়া থেকে বিষিয়ে ওঠে সভ্যতারই ক্রিয়াকলাপে, তখন আপাতদৃষ্টিতে উন্নত বলে মনে হওয়া সমাজ অচিরেই ভেঙে পড়ে তাসের ঘরের মতোন। সেই ভাঙ্গনকে আটকানোর জন্য প্রয়োজন পরিবেশ রক্ষার।

এখানেই বিশ্ব পরিবেশ দিবস হিসেবে একটি দিন পালনের গুরুত্ব। এই দিনটি পালন এর মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের কাছে পৌঁছে যায় পরিবেশ সচেতনতার বার্তা। পরিবেশ এবং সভ্যতার পারস্পরিক মিথস্ক্রিয়া সম্বন্ধে বহুলাংশে অজ্ঞ সাধারন মানুষ এই দিনটি পালনের মধ্য দিয়ে মানব জাতির অস্তিত্ব রক্ষায় পরিবেশের গুরুত্বের অসীমতা সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Answered by crkavya123
1

Answer:

আমাদের পরিবেশ এই গ্রহে বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি। তদুপরি, এটি একমাত্র জিনিস যা জীবনকে টেকসই করতে পারে। এটি ছাড়া, আমরা একটি দিনও বাঁচতে পারি না। উদাহরণস্বরূপ, আমাদের ত্বক পুড়ে যাবে, ফুসফুস ফেটে যাবে, আমাদের রক্তচাপ বেড়ে যাবে।

Explanation:

বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন অনুচ্ছেদ রচনা:

বিশ্ব পরিবেশ দিবস

প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ। 100 টিরও বেশি দেশের মানুষ এই দিনটি উদযাপন করে। উপরন্তু, বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) দ্বারা পরিচালিত হয়। ১৯৭৩ সাল থেকে। সর্বোপরি এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল সচেতনতা ছড়িয়ে দেওয়া। আমাদের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছিল।

তাছাড়া গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব এড়াতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। যেহেতু আমরা সবাই জানি যে গ্লোবাল ওয়ার্মিং আমাদের পরিবেশ ধ্বংসের মূল কারণ। তাই পরিবেশ রক্ষা করা আমাদের কর্তব্য। এবং এটিকে ধ্বংসকারী সমস্ত শোষণ বন্ধ করুন। কারণ শেষ পর্যন্ত, এটি আমাদের বেঁচে থাকার এবং আমাদের প্রজন্মের সামনের জন্য আমাদের মৌলিক প্রয়োজন।

বিশ্ব পরিবেশ দিবসে আমরা কী করব?

বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই আমাদের কাজ থেকে একদিন ছুটি নিই। এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রচারে যোগ দিন। তদুপরি, আমরা সবাই অনুর্বর জমিতে ছোট চারা রোপণ করি যাতে এটি কয়েক বছর পরে জমির অঞ্চলে বেড়ে উঠতে পারে। এছাড়াও, এই দিবসটি সম্পর্কে মানুষকে সচেতন করতে আমরা বিভিন্ন শোভাযাত্রায় অংশ নিই। যাতে তারাও আমাদের পরিবেশ রক্ষায় অংশ নিতে পারে।

তদুপরি, স্কুলগুলিতে, শিক্ষকরা শিক্ষার্থীদের একটি গাছ লাগানোর পদ্ধতি শেখান। স্কুল শিক্ষার্থীদের জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য বাস সরবরাহ করে। সেখানে তারা বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পর্কে জানতে পারে। এবং গাছপালা যে ধরনের তারা বেঁচে থাকে। এছাড়াও, শিক্ষার্থীদের বাড়ি থেকে একটি চারা এনে মাটির ভিতরে লাগাতে হবে। এটি তাদের ব্যবহারিক জ্ঞান পেতে সাহায্য করে। উপরন্তু, এটি পরিবেশের সাথে একটি মানসিক সংযুক্তি তৈরি করে।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

brainly.in/question/9179234

brainly.in/question/5630001

#SPJ2

Similar questions