ধাতু চাকা আগুন এই তিনটির মধ্যে কোনটকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরী আবিষ্কার বলে তুমি মনে করো
Answers
Answered by
0
Answer:
আগুনে ঝলসে মাংস খেতে শেখার পরেই আদিম মানুষ গোষ্ঠীর প্রয়োজনে বড় পশু শিকারে মন দেয়। বড় পশুগুলিকে বহন করে আনার প্রয়োজনে কাঠের গুড়ির বদলে আস্তে আস্তে চাকার আবিষ্কার। এরপর অন্যান্য আসবাবপত্র ও চাকাকে বেড় দিয়ে টেকসই করে তোলার প্রয়োজনে তামা ,ব্রোঞ্জ ও অবশেষে লোহার আবিষ্কার। ফলে আগুনের গুরুত্ব সর্বাধিক।
Answered by
0
Answer:
আগুনে ঝলসে মাংস খেতে শেখার পরেই আদিম মানুষ গোষ্ঠীর প্রয়োজনে বড় পশু শিকারে মন দেয়। বড় পশুগুলিকে বহন করে আনার প্রয়োজনে কাঠের গুড়ির বদলে আস্তে আস্তে চাকার আবিষ্কার। এরপর অন্যান্য আসবাবপত্র ও চাকাকে বেড় দিয়ে টেকসই করে তোলার প্রয়োজনে তামা ,ব্রোঞ্জ ও অবশেষে লোহার আবিষ্কার। ফলে আগুনের গুরুত্ব সর্বাধিক।
Similar questions
Geography,
18 days ago
Math,
18 days ago
Math,
1 month ago
Physics,
9 months ago
CBSE BOARD XII,
9 months ago