মৌলিক এর ক্ষুদ্রতম কণা কে কি বলা হয়? অক্সিজেনের অনুপাত লেখ?
Answers
*মৌলের ক্ষুদ্রতম কণা কে অণু বলে।
*অক্সিজেন এর অনুপাত হল O2
Answer:
মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়।আর যৌগের ক্ষুদ্রতম কণাকে আণু বলে।আবার পরমাণুকে ভাঙলে প্রোটন, ইলেক্ট্রন ও নিউট্রন পাওয়া যায়। কিন্তু সম্প্রতি জানা গেছে প্রোটন, ইলেক্ট্রন ও নিউট্রনকে ও ভাঙা যায়।
Explanation:
অক্সিজেন (IPA: /ˈɒksɪdʒən/) বা অম্লজান একটি রাসায়নিক মৌল, এর প্রতীক O ও পারমাণবিক সংখ্যা ৮। অম্লজান শব্দটি দুইটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে: οξύς অক্সুস্ ("অম্ল") এবং -γενής -গেন্যাস্ ("উৎপাদক", "জনক")। অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানী অঁতোয়ান লাভোয়াজিয়ে অম্লজান নামটি নির্দিষ্ট করেন। কারণ তখন মনে করা হতো সকল অম্লের মধ্যে অম্লজান বিদ্যমান থাকে, যা ভুল ছিল। অক্সিজেনের যোজ্যতা সাধারণত ২। এই মৌলটি অন্যান্য মৌলের সাথে সাধারণত সমযোজী বা আয়নিক বন্ধন দ্বারা যৌগ গঠন করে থাকে। অম্লজান গঠিত সাধারণ কিছু মৌলের উদাহরণ দেয়া যেতে পারে: পানি (H2O), বালি (SiO2, সিলিকা) এবং আয়রন অক্সাইড (Fe2O3)। দ্বিপরমাণুক অম্লজান বায়ুর প্রধান দুইটি উপাদানের একটি। উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সময় এই মৌলটি উৎপন্ন হয় এবং এটি সকল জীবের (উদ্ভিদ ও প্রাণীর) শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান।[১]