India Languages, asked by ssubrataghosh077, 1 month ago

ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো?​

Answers

Answered by johnvenis093
10

Answer:

Azolla একটি Pteridophytic (অপুষ্পক, পরিবহন কলা যুক্ত) উদ্ভিদ। এর শরীরের মধ্যে Anabaena নামে এক ধরনের আদি-এক কোষী নীলাভ-সবুজ শৈবাল বাস করে। এটি বাতাসের মুক্ত নাইট্রোজেন মাটিতে যুক্ত করতে পারে। এ সিম্বায়োসিসের জন্য জৈবপ্রযুক্তির মাধ্যমে বাতাসের মুক্ত নাইট্রোজেন মাটিতে যুক্ত করতে Azolla কে ধানের জমিতে চাষ করা হয়।

Similar questions