১। নীচের প্রশ্নগুলি উত্তর লেখ ?
(ক) সন্ধি কাকে বলে?
(খ) সন্ধি কয়প্রকার ও কী কী?
(গ) স্বরসন্ধি কাকে বলে? দুইটি উদাহরণ দাও।
(ঘ) ব্যঞ্জনসন্ধি কাকে বলে? দুইটি উদাহরণ দাও।
(ঙ) নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে? দুইটি উদাহরণ দাও।
please answer
send me image
you are writing now rough copy
ok
Answers
Explanation: mark as brilliant
সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। অর্থাত্ দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয়। ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা সন্ধির উদ্দেশ্য। যেকোনো পদের সঙ্গে সন্ধি হয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। তবে বাংলা অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না।
সন্ধির দ্বারা দুটি শব্দকে মিলিয়ে একটি নতুন শব্দ তৈরির করা হয়। যেমন- 'দেব'- শব্দ এর অর্থ দেবতা, আর 'আলয়' শব্দের অর্থ গৃহ। এই দুটি শব্দ মিলে তৈরী হয় 'দেবালয়'। যার অর্থ 'দেবতা' বা 'গৃহ' নয়,দেবতার একটি অন্যতম থাকার জায়গা বা গৃহ 'মন্দির'।
ক) সন্ধি কাকে বলে?
= দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি শব্দের প্রথমটির শেষ ধ্বনি ওপরের টির প্রথম ধ্বনির মিলনে নতুন শব্দ গঠিত হওয়াকে সন্ধি বলা হয়।
খ) সন্ধি কয়প্রকার ও কী কী?
সন্ধি দুই প্রকার।
১) সংস্কৃত সন্ধি ---- স্বরসন্ধি,ব্যঞ্জনসন্ধি,বিসর্গসন্ধি
২) বাংলা সন্ধি ----- স্বরসন্ধি,ব্যঞ্জনসন্ধি
তাছাড়া ও আছে নিপাতনে সিদ্ধ সন্ধি
গ) স্বরসন্ধি কাকে বলে? দুইটি উদাহরণ দাও।
পাশাপাশি অবস্থিত স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়,তাকে স্বরসন্ধি বলে।
যেমন --- মিষ্ট + অন্ন = মিষ্টান্ন ( অ + অ = আ)
বিদ্যা + আলয় = বিদ্যালয় ( আ + আ = আ)
ঘ) ব্যঞ্জনসন্ধি কাকে বলে? দুইটি উদাহরণ দাও।
পাশাপাশি অবস্থিত ব্যঞ্জনধ্বনির সঙ্গে কোনো স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির মিলনে নতুন কোনো ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হলে তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন --- দিক্ + অন্ত = দিগন্ত
সৎ + জন = সজ্জন
ঙ) নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে? দুইটি উদাহরণ দাও।
উপরের ছবি তে দেখে নাও