India Languages, asked by priyadas2002pd, 1 month ago

৪. বর্ণ বিশ্লেষণ করাে :
বিষ্টি, ক্লোরােফিল, সারাক্ষণ, আশ্চর্য, সুন্দর।​

Answers

Answered by supriya29singh1996
5

Answer:

বিষ্টি = ব+ই+ষ্+ট+ই

ক্লোরোফিল = ক্+ল+ও+র+ও+ফ+ই+ল

সারাক্ষণ = স+আ+র+আ+ক্+ষ্+অ+ন্+অ

আশ্চর্য = আ+শ্+চ্+অ+র্+চ্+জ

সুন্দর = স্+উ+ন+দ+অ+র্+অ

Answered by sadiaanam
1

Answer:

বৃষ্টি: বৃ + ষ + ট + ই

ক্লোরোফিল: ক্ + অ + ল্ + ও + র্ + ফ্ + ই + ল্ + অ

সারাক্ষণ: স + আ + র্ + আ + ক + ষ + অ + ণ

আশ্চর্য: আ + শ্ + চ্ + অ + র্ + য + অ

সুন্দর: স + উ + ন + দ + অ + র + অ

Step-by-step explanation: বর্ণবিশ্লেষণ করা বলতে বোঝায় একটি শব্দের মধ‍্যে কোন কোন ধ্বনি আছে, তা পর পর ভেঙে আলাদা করে দেখানো। যেমন : 'কালো' শব্দটি ভাঙলে আমরা পরপর ৪টি ধ্বনি পাবো-- ক্,আ,ল্,ও। এই ধ্বনিগুলোকে আলাদা করে ভেঙে দেখানোকেই বর্ণবিশ্লেষণ বলে। বর্ণবিশ্লেষণ করার সময় শব্দের ধ্বনিগুলিকে বানান অনুসারে পর পর যুক্ত (+) চিহ্ন দিয়ে লিখতে হয়।

বাংলায় যুক্তবর্ণ, স্বরচিহ্ন ও ব্যঞ্জনবর্ণের মধ্যে নিহিত অ থাকার জন্য বর্ণ বিশ্লেষণ বিশেষ প্রয়োজনীয়।

'বর্ণ' শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ব্+অ+র্+ণ্+অ। লক্ষণীয় , বর্ণ শব্দটি যেভাবে লেখা হয় তাতে অ নেই, 'র' আছে রেফের চেহারায়। এইরকম 'বিশ্লেষণ'- ব্+ই+শ্+ল্+এ+ষ্+অ+ণ্+(অ) ।এই শেষের অ কে বন্ধনীভুক্ত করার অর্থ বাংলা উচ্চারণে শব্দটি ব্যঞ্জনান্ত, অ এর উচ্চারণ নেই। কিন্তু বর্ণানুক্রমিক বিন্যাস কিংবা সন্ধির সময়ে এই 'অ' -এর প্রয়োজন হয়।

For more such questions: https://brainly.in/question/36972372

#SPJ2

Similar questions