তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন , তপনের এমন মনে করার কারুন কী
Answers
Answered by
6
Answer:
আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্পটিকে যখন নতুন মেসোমশাই বা ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে তার বাড়িতে এনেছিলেন তখন তপনের কাছে দিনটি তার সুখের দিনে পরিণত হয়েছিল। কিন্তু ক্রমশ সময় গুলোর সাথে সাথে গল্প ছাপানো হলে তখন যে আনন্দটা পেত সে আনন্দ কিন্তু না পাওয়ায়, এবং তপনের নাম না করে সবাই তার ছোট মেসোর গুনোগান করছিল। তার ফলে তপন এর আল্লাহ হারিয়ে যায়। যখন সে বইটি পায় নিজের হাতে এবং পরে তখন দেখে এসব সে পরছে, সবি আনকোরা তপনের অপরিচিত তখন বুঝতে পারে তপন তার মেসোমশাই তার গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন নিজের পাকা হাতে কলমে। যার ফলে তখন সেই সুখের দিন টা দুঃখের দিনে পরিণত হয়েছিল।
Similar questions