India Languages, asked by rubinakhatun2764, 4 months ago

কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাধল

Answers

Answered by baidyashowhadrika
2

রবীন্দ্রনাথ ঠাকুরের 'কর্তার ভূত' ছােটোগল্পে ভূতগ্রস্ত দেশবাসীর আপাত-শান্ত, আপাত-দ্বিধাহীন, আপাত-অহংকারী অবস্থা বর্ণনার পরই লেখক উক্তিটি করেছেন। তিনি বলেছেন, মুশকিলটা হল, 'পৃথিবীর অন্য দেশগুলােকে ভূতে পায় নি।' ভূতগ্রস্ত এদেশের ঘানি থেকে বেরেনাে রক্ত ভূতের মাথার খুলিতে ঢালা হয়। এই কাজে পেষণকারীর তেজ বেরিয়ে যায় বলে এদেশে ঘানি চালনায় দেশবাসী ঠান্ডা ও নির্জীব হয়, শক্তিশালী হয় ভূততন্ত্র। অন্যদিকে ভূতে না-পাওয়া বিদেশিদের ঘানি থেকে নির্গত তেল ব্যবহৃত হয় 'তাদের ভবিষ্যতের রথচক্ৰটাকে সচল করে রাখার জন্যে।' ফলে বিদেশিরা নির্জীব হয়ে যায়নি, তারা সজাগ আছে। ভূতগ্রস্ত অর্থাৎ ধর্মতগ্রস্ত এদেশবাসী ধর্মীয় ক্রিয়াকলাপে তাদের শক্তি নিঃশেষিত করে প্রতিবাদের ক্ষমতাও হারিয়ে ফেলে। ধর্মতন্ত্রের মােহজালে আচ্ছন্ন না থাকায় বিদেশিরা কিন্তু তাদের সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারছে। এ কারণেই তারা ভয়ংকর সজাগ রয়েছে। ভূতে-না-পাওয়া বিদেশিদের এই জুড়িয়ে না যাওয়া এবং ‘ভয়ংকর সজাগ থাকার চিন্তাই দেশবাসীকে মুশকিলে ফেলে দিয়েছিল।

Similar questions