World Languages, asked by aryan877817, 16 hours ago

ক) বন কাকে বলে? খ) ধবনি কাকে বলে? গ) বাক্যের কয়টি অংশ?​

Answers

Answered by ziaulkabir10
2

অরণ্য বা বন হলো ঘন বিভিন্ন প্রকার উদ্ভিদের দ্বারা ঘেরা একটি এলাকা। ... পৃথিবীর জীবমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অরণ্য। যদিও প্রাথমিকভাবে একটি বনের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা হয় তার গাছের বৈশিষ্ট্য অনুযায়ী।

ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি। যেমন- কলা শব্দটি ভাঙালে ( ক+অ+ল+আ) ক,অ,ল,আ এই ধ্বনিগুলো পাই।এরপর আর এগুলোকে ভাঙা যায় না। এগুলো হলো ধ্বনি।

একট বাক্যের ২ টি অংশ থাকে। ... উদ্দেশ্য ও ২. বিধেয়। বাক্যে যার সম্পর্কে যা কিছু বলা হয় তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে ।

Answered by sgokul8bkvafs
0

Answer:

Explanation:

ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি

ধ্বনি

স্বরধ্বনি

ব্যঞ্জনধ্বনি

বর্ণ

স্বরবর্ণ

ব্যঞ্জনবর্ণ

হসন্ত বা হলন্ত ধ্বনি

বাংলা বর্ণমালা

বর্ণের সংক্ষিপ্ত রূপ ; কার ও ফলা

উচ্চারণবিধি

স্বরধ্বনির উচ্চারণ

ব্যঞ্জনধ্বনির উচ্চারণ

স্পর্শ ব্যঞ্জন

অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি

ঘোষ ও অঘোষ ধ্বনি

উষ্মধ্বনি বা শিশ্ধ্বনি

ঃ (বিসর্গ)

কম্পনজাত ধ্বনি- র

তাড়নজাত ধ্বনি- ড় ও ঢ়

পার্শ্বিক ধ্বনি- ল

আনুনাসিক বা নাসিক্য ধ্বনি : ঙ, ঞ, ণ, ন, ম

পরাশ্রয়ী বর্ণ : ং,ঃ,ঁ

স্পর্শধ্বনির (ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ধ্বনি) একটি পূর্ণাঙ্গ ছক

অন্তঃস্থ ধ্বনি

কতগুলো গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

 

 

ধ্বনি : কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশেলষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন- অ, আ, ক্, খ্, ইত্যাদি।

 

ধ্বনি মূলত ২ প্রকার- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

 

স্বরধ্বনি : ধ্বনি উচ্চারণের সময় মানুষ ফুসফুস থেকে কিছু বাতাস ছেড়ে দেয়। এবং সেই বাতাস ফুসফুস কণ্ঠনালী দিয়ে এসে মুখ দিয়ে বের হওয়ার পথে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে বা বাঁক খেয়ে একেক ধ্বনি উচ্চারণ করে। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় এই বাতাস কোথাও বাধা পায় না, বা ধাক্কা খায় না, তাদেরকে স্বরধ্বনি বলে। যেমন, অ, আ, ই, ঈ, উ, ঊ, ইত্যাদি। এগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস থেকে মুখের বাহিরে আসতে কোথাও ধাক্কা খায় না।

 

ব্যঞ্জনধ্বনি : যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার পথে কোথাও না কোথাও ধাক্কা খায়, বা বাধা পায়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন- ক্, খ্, গ্, ঘ্, ইত্যাদি। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস জিহবামূল বা কণ্ঠ্যে ধাক্কা খায়। তাই এগুলো ব্যঞ্জনধ্বনি।

Similar questions