Art, asked by malaysaha3307, 1 month ago

'দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।' - কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে​

Answers

Answered by sarkarpurna617
24

Answer:

hi please mark me brainliest

Explanation:

পাইন গাছ এমন স্বপ্ন দেখে। সেই স্বপ্ন ভাবে মরুভূমির পাম গাছ গরম‌ বালির মধ্যে বহু কষ্টের সহ্য করে দিন কাটায়।‌ সুখী পাইন গাছ দুঃখী পাম গাছের কথা স্বপ্নে ভাবে এবং কষ্ট ভোগ করে

please mark me brainliest

Answered by Anonymous
0

পাইনগাছ এমন স্বপ্ন দেখে।

পাইনগাছের এমনতর স্বপ্নের কারণ জানার আগে আমাদের মূল কবিতাটির বিষয় আরও তথ্য জানতে হবে।

কবিতা ও কবি পরিচিতি :

  • উক্ত প্রশ্নটি কবি হাইনরিখ্ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।

পাইনগাছের উক্ত স্বপ্ন দেখার কারণ :

  • পাইনগাছের নিবাস হচ্ছে উত্তরের বুনো পাহাড়, যেখানে কিনা সারাবছর ধরেই চলে শীতের আধিপত্য। শীতে জর্জরিত পাইনগাছের কাছে তাই একান্ত কাম্য হল কাঠফাটা গ্রীষ্মের উষ্ণতা।
  • এই গ্রীষ্মের উষ্ণতা স্বাভাবিকভাবেই পেয়ে থাকে মরুভূমির পামগাছ। যেহেতু, মরুভূমির পামগাছ, পাইনগাছের কাঙ্খিত গ্রীষ্ম ঋতুর সান্নিধ্য পায়, সেইজন্যই পাইনগাছ মরুতটের পামগাছের স্বপ্ন দেখে।
  • কাঙ্খিত বস্তুর (পাইন গাছের ক্ষেত্রে মরুভূমির গ্রীষ্ম) প্রতি আকর্ষণই এই স্বপ্ন দেখার মূল কারণ হিসেবে আমরা বলতে পারি।

অতএব, আমরা উক্ত স্বপ্ন যে দেখে তার পরিচিতি এবং তার উক্ত স্বপ্ন দেখার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

Similar questions