দারুন একটা হতাশা জেগেছে ওর মনে কার সম্পর্কে কারে উপলব্ধি উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো
Answers
Answered by
1
Answer:
Explanation:
দারুন একটা হতাশা জেগেছে ওর মনে কার সম্পর্কে কারে উপলব্ধি উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো
Answered by
4
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- উদ্ধৃত অংশটি বিখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে নেওয়া হয়েছে।
- টুনুর মায়ের মনে এই উপলব্ধি মৃত্যুঞ্জয় সম্পর্কে আবির্ভূত হয়।
- গল্পটি বাংলার দুর্ভিক্ষের সময়ের পটভূমিতে রচিত। এখানে মৃত্যুঞ্জয় নামক গল্পের প্রধান চরিত্রটি তৎকালীন দুর্ভিক্ষ পীড়িত অনাহারের সমাজচিত্র দেখে ভেতর থেকে খুবই ব্যথিত হন। তিনি মনে মনে ঠিক করেন যে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য তিনি কিছু না কিছু করবেন। অতঃপর, নিজের বেতনের প্রায় যথাসর্বস্ব এবং নিজের সঞ্চয়ের প্রায় সবটুকু দান করে দেওয়ার পরেও যখন মৃত্যুঞ্জয় উপলব্ধি করতে পারে যে এই প্রবল পরিমাণের প্রকান্ড দুর্ভিক্ষ তার একার পক্ষে সামাল দেওয়া কোন মতেই বাস্তবিকভাবে সম্ভব নয়, তখনই তিনি হতাশ হয়ে পড়েন।
- অর্থাৎ, সহজ কথায় বলতে গেলে, দুর্ভিক্ষকে রুখে দেওয়ার তার যে অলীক স্বপ্ন ছিলো তার অপূর্ণতার কারণই হলো তার হতাশার প্রধান কারণ।
- ফলত, মৃত্যুঞ্জয় ধীরে ধীরে বিষাদগ্রস্ত (হতাশ) হয়ে পড়েন এবং মানসিকতার বিকারের শিকার হন।
Similar questions