Geography, asked by chaudhuriarghya5456, 4 months ago

মিশর কে নীল নদের দান কেন বলে?

Answers

Answered by sakina32312
1

Answer:

  • প্রায় সমস্ত মিশর নীলনদের পলি দ্বারা গঠিত এবং নীলনদের হলে গাছপালা উর্বর সুজলা সুফলা হয়েছে।
  • নীলনদ না থাকলে উষ্ণ মরুপ্রায় ভূমিতে মানুষের বসবাসের অনুপযুক্ত হত।
  • মিশরে শীতকালে তেমন বৃষ্টিপাত হয়না। বর্তমানে নীলনদের উপর আশ আসোয়ান, অ্যাসিয়ুট প্রভৃতি বাঁধ দিয়ে জলাধার তৈরি করে তার সাহায্যে সারাবছর ধরে মিশরে জলসেচের ব্যাবস্থা করা সম্ভব হওয়ার ফলে শ্রেষ্ঠমানের তুলা,গম,ধান, যব, আঁখ ইত্যাদি কৃষিজ ফসলের চাষ করা সম্ভব হয়েছে।

এইসব কারণগুলির জন্য মিশরকে নীলনদের দান বলা হয়।

Similar questions