Geography, asked by kamalpalmal1968, 26 days ago

একটি চিত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা কর​

Answers

Answered by baidyashowhadrika
6

Answer:

ধরি পৃথিবীর উপরে অবস্থিত একটি স্থান হল P এবং পৃথিবীর কেন্দ্র হল C। আমরা এই স্থানের অক্ষাংশ নির্ণয় করব। অক্ষাংশ বলতে নিরক্ষীয় তল এর সাথে ওই স্থান ও পৃথিবীর কেন্দ্র এর সংযোগ রেখাংশ যে কোন তৈরি করে তাকেই বোঝায়। P ও C এর সংযোগ রেখাংশ নিরক্ষীয় তল এর সাথে চিত্র অনুযায়ী 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাই আমরা বলতে পারি P স্থানের অক্ষাংশ 40 ডিগ্রী। যেহেতু বিন্দু উত্তর গোলার্ধে অবস্থিত তাই P স্থানের অক্ষাংশ 40 ডিগ্রী উত্তর। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধের কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যাবে এবং অক্ষাংশের মান এর শেষে দক্ষিণ কথাটি উল্লেখ করতে হবে।

Similar questions