বাঘের বিক্রম সম মাঘের হিমানী’–পঙক্তিটির রচিয়াতা মাইকেল মধুসূদন দত্ত/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ভারতচন্দ্র রায়/গৌরদাস বসাক।
Answers
Answered by
0
Answer:
fore number is the answer
Answered by
0
পঙক্তিটির রচয়িতা হলেন ভারতচন্দ্র রায়।
- বাংলা সাহিত্যে কবিতা অথবা কাব্যসাহিত্য খুবই সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে বিভিন্ন সমৃদ্ধ কলমের লেখনীতে।
- এমনই এক বাংলা সাহিত্যের গুণী কবি ছিলেন ভারতচন্দ্র রায়।
- প্রশ্নে যে পঙক্তিটি উদ্ধৃত রয়েছে, অর্থাৎ "বাঘের বিক্রম সম মাঘের হিমানী", সেইটিও ভারতচন্দ্র রায় দ্বারাই রচিত হয়েছে।
- প্রসঙ্গত উল্লেখ্য যে তিনি আঠারশো শতকের কবি ছিলেন এবং তার রচিত একটি বিখ্যাত কাব্য হচ্ছে অন্নদামঙ্গল।
Similar questions