৫. বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন
ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করাে।
(photo please Bengali )
Answers
Answered by
0
Answer:
বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য কি ?
পৃথিবীতে সমস্ত স্থান বা সমস্ত বায়ুমণ্ডল এর উষ্ণতা একই রকম হয় না, পৃথিবীর এক একটি স্থানের উষ্ণতা বা তাপমাত্রা এক এক রকম হয়ে থাকে এই ঘটনাকে বলা হয় বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য। যেমন পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে উত্তরের দার্জিলিংয়ের যথেষ্ট তাপমাত্রার পার্থক্য থাকে, এই ঘটনাটি হল বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য।
স্থলভাগ ও জলভাগের বন্টন :
যে সকল বিষয় গুলোর জন্য পৃথিবীতে বিভিন্ন স্থানে তাপমাত্রা উষ্ণতার মধ্যে পার্থক্য সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম একটি হলো স্থলভাগ ও জলভাগের বন্টন। গ্রীষ্মকালে স্থলভাগ যতটা উষ্ণ হয় জলভাগ ততটা হয় না। এই কারণে সমুদ্র থেকে দূরে জলবায়ু মহাদেশীয় প্রকৃতির হয়।
কিন্তু সমুদ্রের নিকটবর্তী স্থানে সমুদ্রের প্রভাবে জন্য উষ্ণতা কখনোই খুব বেশি বা কম হয় না, এখানকার জলবায়ু সমভাবাপন্ন হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর কোন স্থানের স্থলভাগ ও জলভাগের বিস্তার বণ্টনের উপর নির্ভর করে সেখানকার উষ্ণতার পার্থক্য ঘটে।
নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা :
পৃথিবীতে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে নগরায়ন ও শিল্পায়নের যথেষ্ট ভূমিকা আছে। বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তার বিভিন্ন উপাদানের উপস্থিতির উপর নির্ভর করে। বায়ুর ঘনত্ব যত বেশি হয় বায়ুর বিভিন্ন উপাদান বায়ুতে যত পরিমাণে অবস্থান করে সেইসব স্থানের বায়ু ততো বেশি উত্তপ্ত হয়।
অর্থাৎ নগরায়ন বা শিল্পায়নের ফলে, শহর অঞ্চলের বায়ুর ঘনত্ব বেশি হয় এই কারণে শহর অঞ্চলের বায়ু অন্য সকল স্থানের বায়ুর অপেক্ষা খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে ওঠে। এই কারণে বলা যায় নগরায়ন ও শিল্পায়নের ফলে পৃথিবীর যেকোন স্থানে বায়ুর উষ্ণতা অন্য সকল স্থান থেকে বৃদ্ধি পাবে।
সহপাঠী !এই তোমার উত্তর আশা করি এটা তোমায় সাহায্য করেছে।
Similar questions