Geography, asked by sukrunak7, 1 month ago

তােমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করাে।

তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো।​

Answers

Answered by satamil0505
16

Answer:

আমাদের দেশে উত্তরের সমভূমি মূলত নদী বেষ্টিত,যেখানে পলিমাটি আসার কারনে জমির উর্বরতা অনেক বেশি। ফলে ফসল অনেক ভাল হয়।

হিমালয় থেকে কাছে হওয়ায়,মৌসুমি বৃষ্টিপাত হয়,আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে।

এছাড়া সমুদ্র থেকে দূরে হওয়ায় মিষ্টি জলের কোন সঙ্কট নেই।

এসব কারনে এ অঞ্চল প্রাকৃতিক কারনেই ঘনবসতিপূর্ণ।

hope it helps you:) mark as brainliest!!

Similar questions