Environmental Sciences, asked by ranjanray91, 1 day ago

৩.২ এমন দুটি ফলের নাম লেখাে যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য​

Answers

Answered by bijoysaedar1234
28

Answer:

কাঁঠাল :- এর খোসা মানুষের খাদ্য না হলেও অন্য জীবজন্তুর খাদ্য ।

কলা :- এর খোসা ও ঠিক তাই , মানুষ না খেলেও জীবজন্তু খায় ।

Answered by Anonymous
2

আম এবং লিচু হল এমন দুইটি ফল যার এক অংশ অর্থাৎ ভেতরের শাঁস হল মানুষের খাদ্য কিন্তু অন্য অংশ অর্থাৎ বাইরের খোসা হল অন্য প্রাণীদের খাদ্য।

  • মানুষ এবং অন্যান্য প্রাণীদের খাদ্যাভ্যাসের মধ্যে লক্ষণীয় পার্থক্য আমরা দেখতে পাই।
  • প্রকৃতিতে এমন অনেক খাদ্যবস্তুর পাওয়া যায় যার এক অংশ মানুষ ভক্ষণ করতে পারে, এবং সেই খাদ্যবস্তুরই আরেক অংশ মানুষ ভক্ষণ করতে পারে না। মানুষের কাছে ভক্ষণ এর অযোগ্য সে এই অংশ আবার অনেক প্রাণীদের খাদ্য হয়ে দাঁড়ায়।
  • এমনই একটি উদাহরণ হল - আম এবং লিচু নামক দুই ফল। এই ফলের ভেতরের অংশ অর্থাৎ শাঁসের অংশ মানুষ সহজেই খেয়ে থাকে কিন্তু বাইরের অংশ অর্থাৎ খোসা মানুষ খায় না। আবার, ওই একই ফলের খোসা অনেক গবাদি পশুই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে।
Similar questions