মান্ধাতার আমল থেকে /চলে আসছে এমনি রকম ---- কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন?
Answers
সমাধান
জানতে হবে
" মান্ধাতার আমল থেকে / চলে আসছে এমনি রকম ---- "
কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন ?
উত্তর
" মান্ধাতার আমল থেকে / চলে আসছে এমনি রকম ---- " উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "বোঝাপড়া " কবিতা থেকে নেওয়া হয়েছে ।
কবি বলেছেন ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেনো আমরা সহজ ভাবে গ্রহণ করি । কেউ আমাদের ভালোবাসে আবার কেউ ভালোবাসে না ; কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে অথচ এমন মানুষ ও আছে যে সিকি পয়সা ও ধার করে না - এমন বহু বিপরীতমুখী ঘটনা বহুদিন ধরে চলে আসছে ।
এই প্রসঙ্গেই কবি " মান্ধাতার আমল " এর কথা উল্লেখ করেছেন ।
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
বর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
https://brainly.in/question/20905045
2. চলন্ত ট্রেন থেকে নামার সময় যাত্রীকে পেছনের দিকে হেলে নামতে হয় কেন?
https://brainly.in/question/28384028
Answer:
বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় আলোচ্য উক্তিটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সুপ্রাচীন কাল থেকেই এই প্রথা চলে আসছে। আলোচ্য অংশে ''এমনি রকম'' কথার অর্থ হল পৃথিবীর কোন মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের দ্বারা প্রতারিত হচ্ছে তেমনি সেও অন্যকে প্রতারিত করছে। জীবনের চলার পথে ভালো-মন্দ সুখ-দুঃখ যাই আসুক না কেন সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে।-এটাই ভবিতব্য।
Explanation:
By Trisha