সান্দ্রতা ও ঘর্ষণ এর মধ্যে পার্থক্য
Answers
Answered by
1
Answer:
ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়
এই বলের নাম ঘর্ষণ বল। তেমনি কোনো একটি প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে যে বল প্রয়োগ করে তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা বলে। ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, সান্দ্রতা বলের মান প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে।
Similar questions