History, asked by Arvindgoyal8050, 4 months ago

শশাঙ্ক বৌদ্ধ বিদ্ধেষী ছিলেন এই উক্তিটা ঠিক না ভুল? তোমার উওরের সপক্ষে দুটি অথবা তিনটি বাক্য লেখো

Answers

Answered by harcharans609
0

Answer:

cndjfjsifjdibihekibdkfidiwickf

Answered by maulisajana51
0

Answer:

হ্যাঁ ছিলেন

Explanation:

শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব বাশিবের উপাসক । আর্য মঞ্জু শ্রীমূলকর নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ান জাং-এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধবিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযােগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচিত হর্ষচরিত-এ শশাঙ্ককে নিন্দা করা হয়েছে।

অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ান জাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চিনা পর্যটক ই-সি-এর নজরে পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতে না। বলা যায় যে, শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরােপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সুতরাং, শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে।

Similar questions