India Languages, asked by yrajnish6892, 1 month ago

ধীবর -বৃত্তান্ত’ নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে?

Answers

Answered by sandhyadas80508050
6

Answer:

সংস্কৃত সাহিত্যের সর্বাধিক প্রজ্বলিত নক্ষত্র মহাকবি কালীদাস। তার অসংখ্য সৃষ্টি সম্ভারের মধ্যে' অভিজ্ঞানম শকুন্তলম ' একটি উজ্জ্বল উদ্ধার। এই নাটকের ষষ্ট অঙ্ক থেকে নেওয়া ধীবর বৃত্তান্ত নামক অংশটি।

আমাদের আলোচনার প্রেক্ষিতে ধীবরের চারিত্রিক ঘূর্ণনের বর্ণনা:

নাটকের অংশটি গভীর অভিনিবেশে পাঠ করলে ধীবর চরিত্রের বিশেষ কয়েকটি দিক আমাদের চাক্ষুষ হয়। তার চরিত্রের একটি প্রধান দিক হলো সততা। গরীব হলেও আংটি পাওয়ার পরও সে ছলনার আশ্রয় নেয়নি। রাজার শ্যালক এবং রক্ষীদের মিথ্যে বলে সে বিপথে চালাতে পারতো। তা না করে তিনি সত্য কথা বলে গেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। একইসঙ্গে সে স্পষ্টভাষীও বটে। রাজকর্মচারীরা তাকে রাজদরবারে ধরে নিয়ে যাওয়ার পর নানান জিজ্ঞাসাবাদেও তিনি বিচলিত হননি।

Explanation:

(Hope It Helps You)

Mark Me As A Brainliest

Similar questions