যেসব জায়গায় বন্যা বেশি হয়, সেখানে কিভাবে বাড়ি বানানো দরকার?
Answers
Answered by
0
Answer:
English me typing krtiye
Answered by
0
যেসব জায়গায় বন্যা বেশি হয় সেখানে নিম্নলিখিত উপায় বাড়ি বানানো দরকার -
- যাতে বন্যার জল বাড়ির ভেতরে ঢুকতে না পারে তাই বাড়ির মেঝেটি উঁচু করে বানানো দরকার। অন্যদিকে, পাকা বাড়ির ক্ষেত্রে কয়েকটি উঁচু পিলারের উপরে ছাদ ঢালাইয়ের কাজ করে, একতলার বদলে দোতলায় প্রধান বসতবাড়িটি নির্মাণ করা উচিত। এইভাবে বাড়ি নির্মাণের ফলে বন্যার জল বাড়ির ভিতর কোনভাবেই প্রবেশ করতে পারবে না।
- এছাড়াও বাড়ির চারপাশের জমি সামান্য উঁচু করে রাখা উচিৎ যাতে বন্যার জমা জল সহজেই নেমে যেতে পারে। নীচু জমিতে বন্যার জল বেশীক্ষণ জমে থাকে।
- সর্বোপরি, আমাদের জলের মধ্যে দীর্ঘ সময় ধরে নিমজ্জিত থেকেও ক্ষতিগ্রস্ত হবে না, এমনতর সামগ্রী ব্যবহার করা উচিত বাড়ি নির্মাণের ক্ষেত্রে।
Similar questions
English,
1 month ago
Math,
1 month ago
Chemistry,
2 months ago
World Languages,
2 months ago
English,
9 months ago