History, asked by pariagouranga1971, 2 months ago

লর্ড ওয়েলেসলি সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন​

Answers

Answered by Anonymous
6

ভারতে কন্যা শিশু হত্যার ইতিহাস কয়েক শতক ধরে চলে আসা এক চলমান ইতিহাস। দারিদ্র্য, যৌতুক ব্যবস্থা, আজন্ম অবিবাহিত থাকা, বিকৃত দেহ, দুর্ভিক্ষ, অভাব, শিক্ষায় অসমর্থন, যেমন প্রসবজনিত অসুস্থতা এবং কোনো ক্ষেত্রে সেই সময়ে সঠিক যত্ন বা সেবা না পাওয়া এই সবকারণগুলি যথেষ্ট এই বিষয়টিকে অনুধাবন করতে।

কন্যা শিশুসুরক্ষা অবমাননা বা হত্যা ভারবরষে একটি গরহিত অপরাধ এবং এই বিষয়ে কঠোর নিয়ম নীতি থাকলেও এ আইনের প্রয়োগ বা এ বিষয়ে রুজু হওয়া রিপোর্টের সংখ্যা খুবই কম। ২০১০ সালে পেশ করা এক রিপোর্টের ভিত্তিতে জানা যায় যে ভারতে নাকি এরকম হত্যার সংখ্যা মাত্র ১০০ জন যা কিনা দেশের জনসংখ্যার মধ্যে এক লক্ষ-এ ১ জন করে। ( যা আদৌ বিশ্বাসযোগ্য নয়)

ভারতীয় সমাজ বিচার করে দেখা যায় যে এখানে লিঙ্গ-নিরধারক পরীক্ষার মাধ্যমে পূর্ব-জানা শিশুর গরভপাত ঘটানোর মাধ্যমে অনেক শিশু হত্যাই তার জন্মের পূরবেই সম্পাদিত হয়, এর জন্য অবশ্য সমাজ ব্যবস্থাই দায়ী। ১৯৯১ভারতীয় জনসনখ্যা-গণণায় প্রকাশ পায় এই রকমই তথ্য যা এখনো বর্তমান।

Similar questions