পরিবেশ ও ভূগােল অষ্ঠম শ্রেণি নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তিরেখা থাকার কারণ কী? ২. অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন ? ১. ৩. মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করাে। ৪. ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? Answer
Answers
Answered by
0
Explanation:
ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত একেক জায়গায় একেক রকম ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ হয়। এই ভূমিকম্পের তরঙ্গ বেগের পার্থক্যের ভিত্তি করে যে রেখার দ্বারা দুটো আলাদা তরঙ্গ বেগ যুক্ত অঞ্চল কে আলাদা করা হয়েছে। যেহেতু ভূ-অভ্যন্তরের একেক জায়গায় উপাদান ও ঘনত্ব আলাদা সেই আলাদা আলাদা উপদান ও ঘনত্বের কথা মাথাই রেখে ভূ - অভ্যন্তরে বিভিন্ন ধরনের বিযুক্ত রেখা কল্পনা করা হয়েছে ।
Similar questions