গ্যাসীয় অবস্থায় অনুদের গতীয় অবস্থায় সম্বন্ধে তুমি কী কী বলতে পারো?
Answers
গ্যাসীয় অবস্থায় পদার্থের কণার গতি, কঠিন ও তরল অবস্থায় পদার্থের কণার গতির চেয়ে বেশি হয়। এর কারণ এ অবস্থায় কণাগুলো অধিক শক্তি লাভ করে থাকে যা তাদের গতিশক্তি (Kinetic Energy) বৃদ্ধি করে। এসময় কণাগুলো, ধারণকারী পাত্রের গায়ে প্রচুর বল প্রয়োগ করে, ফলে চাপ অত্যন্ত বেশি হয়। তাপ আরো বৃদ্ধি করলে গ্যাসের গৃহীত শক্তির পরিমাণও আরো বৃদ্ধি পায় ( সেই সাথে কণাসমূহের গতিশক্তিও)। তবে তাপমাত্রা সাধারণত 3500 K এর চেয়ে বেড়ে গেলে পদার্থ প্লাজমা অবস্থায় রুপান্তরিত হয়।
◆ গ্যাসের ব্যাপন, প্রসারণশীলতা, সঙ্কোচন শীলতা, চাপ প্রভৃতি বৈশিষ্ট্য গুলি গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে প্রমাণ দেয়। যেমন,
১. ব্যাপন ধর্মের জন্য ঘরের একপ্রান্তে ধুপকাঠি জ্বাললে অন্য প্রান্তে ধুপকাঠির গন্ধ দ্রুত ছড়িয়ে পড়ে।
২. গ্যাসের সঙ্কোচন শীলতা ও প্রসারণশীলতার জন্য গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না।
৩. চাপ - পাত্রের দেওয়ালের সঙ্গে গ্যাসের অণুগুলির নিরন্তর সংঘর্ষের ফলেই গ্যাসের চাপের উদ্ধব হয়।